২ এপ্রিল, ২০২০ ২১:২৮

হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম মানছে না জনসাধারণ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে নিয়ম মানছে না জনসাধারণ

করোনা ভাইরাস সচেতনতা উপলক্ষে হবিগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নিয়ম কানুন মানছে না সাধারণ মানুষ। জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় অবাধে খাবারের দোকান খোলা রেখে সড়কে ব্যাপক যানবাহন চলাচল করছে।

বৃহস্পতিবার সকাল থেকেই লকডাউনের মধ্যই রাস্তায় নেমে পড়ে মানুষ। এ অবস্থায় অভিযানে নামে পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে রিকশা আটক করা হয়। 

সচেতনতামূলক বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী। এ সময় রিকশা চালকদের তালিকাও তৈরি করা হয়। তালিকা অনুযায়ী তিনি তাদের বাড়িতে ত্রাণ পৌছে দেয়ার আশ্বাস দেন। তবুও যেন তারা রাস্তায় না বের হন সে আহ্বান জানান। অপরদিকে যেকোন রকম বিব্রতকর পরিস্থিতি এড়াতে নিজ নিজ ঘরে অবস্থান করতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর