প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কবলে পড়ল সিঙ্গাপুরের জনপ্রিয় শপিং সেন্টার ‘মোস্তাফা সেন্টার। সেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পর আজ থেকে শপিং সেন্টারটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।
গত ২ এপ্রিল মোস্তফা সেন্টার থেকে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়।
মোস্তাফা সেন্টার সিঙ্গাপুরের একমাত্র শপিং সেন্টার যেটি ২৪ ঘণ্টা খোলা থাকে। এটি বাংলাদেশিদের কাছে সবচেয়ে পরিচিত ও সুলভমূল্যে কেনাকাটার জন্য জনপ্রিয়।
২৪ ঘণ্টাই ভিড় লেগে থাকা মোস্তাফা সেন্টার ২০০০ সালের পর কখনও বন্ধ হয়নি। কিন্তু আজ প্রাণঘাতী করোনাভাইরাসের স্তব্ধতার শিকার সিঙ্গাপুরে বাংলাদেশি অধ্যুষিত জনপ্রিয় এই শপিং সেন্টার।
করোনাভাইরাসের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ফলে এসব দেশ করোনার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। সিঙ্গাপুর সরকারও করোনাভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ১০৪৯ জন।
এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬৬ জন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬৪ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ২৩ জন।
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪ জন বাংলাদেশি নাগরিক। তবে আক্রান্ত রোগীর মধ্যে বেশির ভাগই ইউরোপ ও আমেরিকারসহ অন্য দেশ থেকে ভ্রমণ করে আসা। বাকিরা আক্রান্তদের সংস্পর্শে আসায় আক্রান্ত হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে সিঙ্গপুর সরকারের পক্ষ থেকে প্রতিদিনই নতুন নতুন নির্দেশনা জারি করা হচ্ছে। সাধারণ জনগণকে এসব নির্দেশনা মেনে চলার জন্য তাগিদ দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম