বিশ্বজুড়ে মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ২০৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ইতোমধ্যে এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১০ লাখ ১৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৫৩ হাজারেরও বেশি।
বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবেশি দেশ ভারতেও থাবা বসিয়েছে করোনাভাইরাস। ভাইরাসটি প্রতিরোধে দেশটিতে চলছে ২১ দিনের লকডাউন।
লকডাউনে মানুষকে ঘরে থাকতে ভারতের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও চালানো হচ্ছে সচেতনতামূলক নানা কর্মসূচি। এর মধ্যে সেখানে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পুলিশের কর্মসূচি।
কলকাতার রাস্তায় গান গেয়ে মানুষকে সচেতন করছে স্থানীয় পুলিশ। পুলিশের গাওয়া এ রকম একটি গানের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জনপ্রিয় গান ‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো’ এর আদলে করোনাভাইরাস ও লকাডাউন নিয়ে গান গাইছেন একজন পুলিশ সদস্য। তার সঙ্গে মাঝে মাঝে তাল মেলাচ্ছেন আরও কয়েকজন।
ফেসবকুসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের এই কর্মসূচির ব্যাপক প্রশংসা করছেন নেটিজেনরা।
বিডি প্রতিদিন/কালাম