যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা সিটির নিউ অরলিন্সে আর মরদেহ রাখার জায়গা নেই। নিউ অরলিন্সের মেয়র লা টয়া ক্যান্ট্রেল এ তথ্য জানিয়েছেন। ক্যান্ট্রেল জানান, নিউ অরলিন্সে করোনার কার্যালয় ও এর মর্গ বিভাগের নির্ধারিত জায়গা ভর্তি হয়ে গেছে।
লা টয়া ক্যান্ট্রেল বলেন, মর্গ বিভাগ আর মরদেহ নিতে পারছে না কিংবা মজুদ করতে পারছে না। কারণ তাদের আর জায়গা নেই। আমরা কেন্দ্রীয় সরকারকে বাড়তি রেফ্রিজারেশনের অনুরোধ জানিয়েছি যাতে করে আমাদের মারা যাওয়ার মানুষগুলোর আত্মা শান্তিতে থাকতে পারে। তাদের আমরা যোগ্য মর্যাদার সঙ্গে রাখতে পারছি না।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৬৩৭ এবং মারা গেছে ৮ হাজার ৪৫৪ জন।
বিডি প্রতিদিন/ফারজানা