৫ এপ্রিল, ২০২০ ১৮:৫৭

নেত্রকোনায় জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু, ৮ বাড়ি লকডাউন

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় জ্বর-সর্দি-শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু, ৮ বাড়ি লকডাউন

নেত্রকোনা জেলার পূর্বধলায় রবিবার ভোরে নুরুন্নাহার (৪৫) নামের এক নারীর জ্বর-সর্দি-শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করে ওই নারীর পরিবারসহ আশপাশের ৮ থেকে ১০ টি বাড়ি লকডাউন করে রেখেছে। 

পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর গ্রামের রকিব মিয়ার স্ত্রী নুরুন্নাহার ছিলেন গৃহিনী। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, ওই নারীর স্বামীর মাধ্যমে জানতে পারেন তার স্ত্রীর শনিবার হঠাৎ ভীষণ জ্বর হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক গিয়ে চিকিৎসা দেন। তার স্বামী ও পল্লী চিকিৎসকের বরাত দিয়ে ওসি আরো জানান, জ্বর, সর্দি হওয়ার পর পাতলা পায়খানা এবং উচ্চ রক্তচাপ হয়ে রবিবার ভোরে আনুমানিক সাড়ে চারটার দিকে তিনি মারা যান। তবে ওই নারী কোন বিদেশ ফেরত বাড়িতে যাননি বলেও পরিবারের লোকজন জানায়। তার স্বামী কৃষিকাজ করতেন। 

ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করি এবং বাড়িটিসহ আশপাশের ৮টির মতো বাড়ি আপাতত লকডাউন করে রাখা হয়েছে। যেহেতু উপসর্গগুলো কোভিডের মতো তাই আমরা নজরদাড়িতে রেখেছি। 


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর