শেরপুরে দুই নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই দুই নারীর মধ্যে একজন শ্রীবরর্দী সরকারি হাসপাতালের আয়া (কর্মচারি)।
তিনি গতকাল পর্যন্ত হাসপাতালে সরকারি দায়িত্ব পালন করেছেন। এ ঘটনায় শ্রীবরর্দী হাসপাতাল, রোগী ও হাসপাতালের আবাসিক এলাকায় অবস্থান করা ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারিদের লকডাউন করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ওই নারীর পরিবারকে লকডাউন করা হয়েছে।
অন্যদিকে আরেক নারীর শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে বলে জানা গেছে। তার বাবা ও শ্বশুর বাড়িও লকডাউন করা হয়েছে। জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুল রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল