৬ এপ্রিল, ২০২০ ১৩:৪৭

রাজশাহীতে আইসোলেশনে যুবক, ল্যাবে ৩১ নমুনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে আইসোলেশনে যুবক, ল্যাবে ৩১ নমুনা

রাজশাহীর আইডি হাসপাতলে আরও একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। নাটোরের বাগাতিপাড়া থেকে আশা ১৮ বছরের ওই কিশোরকে স্থানীয় সিভিল সার্জন প্রয়োজনীয় চিকিৎসাসহ করোনা পরীক্ষার জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছেন। আর করোনা রিপোর্ট নেগেটিভ আশায় খ্রিস্টান মিশন হাসপাতালের নার্সকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন করোনা চিকিৎসা টিমের আহ্বায়ক ডা. আজিজুল হক আযাদ। তিনি আরও জানান, রামেক হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে ৫ জন রোগীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থার উন্নতি হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজনকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হবে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে সোমবার ৩১টি নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ল্যাবটির প্রধান ডা. সাবেরা গুলনেহার। রাজশাহী বিভাগের ৩১টি নমুনার মধ্যে আছে রাজশাহী জেলার ৬টি, বগুড়ার ৬টি, চাঁপাইনবাবগঞ্জের ১০টি, নাটোরের ৮টি ও নওগাঁর ১টি। ১ এপ্রিল চালুর পর মোট ৯৮টি নমুনা পরীক্ষা করা হলো ল্যাবটিতে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর