৮ এপ্রিল, ২০২০ ১২:৩৯

লালমনিরহাটে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক

লালমনিরহাটে আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা জারি

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণরোধে লালমনিরহাটে আসা এবং যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার সকালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সম্পর্কিত একটি গণবিজ্ঞপ্তি জারি করেন লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক আবু জাফর। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় সব ধরনের যানবাহন প্রবেশ ও বের হওয়া এবং সাপ্তাহিক সব হাট-বাজার, প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ ঘোষণা করা হলো।

অত্যাবশ্যকীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষি সরঞ্জাম পণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে। তবে তা অবশ্যই সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।  

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর