উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলা নদ-নদীর পানি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। এতে জেলার নিচু এলাকা ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার বিকেল পর্যন্ত তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, দুধকুমার নদেও পানি বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীগুলোর পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
পানি বাড়ার ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফসলি জমিতে পানি ঢুকে পড়ায় আমন ধানের চারা, বীজতলা এবং শাকসবজিসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। চরাঞ্চলের রাস্তাঘাট পানির নিচে চলে যাওয়ায় কলার ভেলায় করে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন জানান, “পরপর কয়েকটি বন্যায় নদী তীরবর্তী এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। গত ২–৩ দিনে ঠিক কত জমির ফসল তলিয়ে গেছে তা এখনো নিরূপণ করা হয়নি। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।”
বিডি প্রতিদিন/মুসা