সিঙ্গাপুরে দ্বিতীয় দফায় সংক্রমণের আশঙ্কার মধ্যেই বেশি সংখ্যাক ব্যক্তি কভিড-১৯ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। নতুন করে ১৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশটির এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬২৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
ইউরোপ থেকে দ্বিতীয় দফায় করোনা ছড়ানো প্রতিরোধে হিমশিম খেতে হচ্ছে সিঙ্গাপুর। নতুন সংক্রমণের অধিকাংশ লোকাল কাস্টার থেকে ছড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এর মধ্যে দুই জন শুধু বাইরে থেকে এসেছেন। বাকি ৭২ জন কোথা থেকে সংক্রমিত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত দেশটিতে করোনা থেকে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা