নারায়নগঞ্জে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ভয়ে ওই এলাকা ছেড়ে সম্প্রতি সিলেটের বিশ্বনাথ উপজেলায় এসেছেন ৫ ব্যক্তি। এতে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। চাকুরীর সুবাদে তারা নারায়নগঞ্জে বসবাস করতেন বলে জানা গেছে।
খবর পেয়েই গতকাল শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা প্রশাসন। পরে বাধ্যতামূলক তাদের দেওয়া হয় হোম কোয়ারাইন্টানে থাকার নির্দেশনা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আজ রবিবার রামপাশা ইউনিয়নে নারায়নগঞ্জ ফেরত ৬-৭ জনের নমুনা সংগ্রহ করা হবে।
সূত্র জানায়, গতকাল শনিবার কোন এক সময়ে উপজেলা সদর, অলংকারি ইউনিয়ন ও দশঘর ইউনিয়নের নিজ নিজ গ্রামে প্রবেশ করেন নারায়নগঞ্জ ফেরত ওই ৫ ব্যক্তি। এলাকায় তাদের অবাধে চলাফেরা করতে দেখে প্রশাসনকে অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় বিশ্বনাথের সিভিল ও পুলিশ প্রশাসন।
এলাকাবাসির অভিযোগ, প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা করছে না ওরা। আশাপাশের বিভিন্ন বাসা-বাড়ি ও স্থানীয় বাজারে ঘুরছে তারা। পরিস্থিতি এমনিতেই বিপদজনক, নিজেরা নিজের পরিবারের পাশাপাশি সমাজের অন্য লোকদের ঝুঁকির মধ্যে ফেলেছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে ১৩ জন ব্যক্তির নারায়নগঞ্জ থেকে বিশ্বনাথে আসার খবর আমরা পেয়েছি। ইতিমধ্যে ৫ জনের নমুনা নেয়া হয়েছে। বাকীদের আজকে সংগ্রহ করা হবে। তারা হোমকোয়ারান্টাইন না মানলে কঠোর হবো আমরা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ