ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। ডায়ালাইসিস করতে আসা দুই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ ইউনিটটি বন্ধ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে কিডনি ডায়ালাইসিস ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয়।
এ ইউনিটের ১০ জন চিকিৎসকসহ, ব্রাদার-সিস্টার ও ওয়ার্ড বয় মিলিয়ে ২৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
কিডনি ডায়ালাইসিস ইউনিটটি মমেক হাসপাতালের নতুন ভবনের পাঁচ তলায় অবস্থিত। ওয়ার্ডটিতে প্রতিদিন দুই শিফটটে ১৪ জন করে ২৮ জন রোগীর ডায়ালাইসিস করা হতো। বর্তমানে ওয়ার্ডটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
ইউনিট প্রধান ডা. আশুতোষ সাহা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত সোমবার ডায়ালাইসিস করতে আসা দুই ব্যক্তির করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে তাদের নমুনায় কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে ওয়ার্ড সংশ্লিষ্ট সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন।’
ডায়ালাইসিস ইউনিটের সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক জানান, ‘এ খবর জানার পর থেকেই আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সতকর্তার জন্যই আমরা এখন হোম কোয়ারেন্টাইনে আছি।’
এদিকে, মমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, ‘আমরা আগামীকাল (শনিবার) বসবো। ইউনিটটি কিভাবে চালু রাখা যায় তা বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে। এবং আক্রান্ত রোগী সম্পর্কেও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।’
ময়মনসিংহ জেলা বিএমএ’র সভাপতি মতিউর রহমান জানান, ‘ইউনিটটি বন্ধ থাকায় কিডনি জটিলতায় আক্রান্ত রোগীরা দুর্ভোগের রয়েছেন। বিকল্প ব্যবস্থায় ইউনিটটি দ্রুত কিভাবে চালু করা যায় সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হচ্ছে। সেই সাথে চিকিৎসকদের সুরক্ষার দাবিও জানান এই চিকিৎসক নেতা।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন