অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন এক বাংলাদেশি রোগীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এই পরিচালক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান।তিনি বলেন, অনেক খারাপ খবরের মাঝে একটি সুসংবাদ দিতে চাই, সিঙ্গাপুরের একটি হাসপাতালে এক বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ রোগীকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। আল্লাহর রহমতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে হাসপাতালটির পরিচালক আশাবাদ ব্যক্ত করেন।
র আগে দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনাভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। নতুন শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে। নতুন করে ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ জন।
বিডি-প্রতিদিন/শফিক