শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দুই ডাক্তার, ঝিনাইগাতি থানার ওসি, শেরপুর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও সিভিল সার্জন অফিসের পিয়নসহ ৬ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে প্রথম দফায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দুই ডাক্তারের শরীরে করোনার অস্তিত্ব আছে এমন রিপোর্ট আসে। দ্বিতীয় দফায় আরও চার জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে একই সূত্র জানিয়েছে। এই চার জনের মধ্যে শেরপুর সদর উপজেলার তিনজন। অপরজন ঝিনাইগাতি উপজেলার।
শেরপুর সদরে আক্রান্তদের মধ্যে একজন সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার আরেক জন সিভিল সার্জন অফিসের পিয়ন। এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছে মোট ১৩ জন।
করোনায় ডাক্তার আক্রান্তের খবর নিশ্চিত করে জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুল রউফ জানিয়েছেন, ওই দুই ডাক্তারের কর্মস্থল নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরোপুরি লকডাউনের আওতায় আনা হয়েছে। কোথায় কোথায় লকডাউন করতে হবে তা দেখা হচ্ছে। আর করোনা আক্রান্ত দুই ডাক্তারকে ইতিমধ্যে আইসোলেসনে আনা হয়েছে।বাকিদের আইসোলেসনে আনার প্রক্রিয়া চলছে। আক্রান্ত ওই দুই জন তরুণ ডাক্তার সদ্য বিসিএস পাশ করে নকলা হাসপাতালে একই সাথে যোগদান করেছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম/হিমেল