মাদারীপুরে করোনায় মৃত্যুর তথ্য নিয়ে গরমিল দেখা দিয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক নাছিমা সুলতানা। শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি। তবে মৃত্যুর বিষয় মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম কিছু জানেন না বলে জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দুই জন ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত দুজনই নারী। মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার একজনের স্বামী এবং তিন বছরের শিশু সন্তান আগেই শনাক্ত হয়েছিল। ওই নারীর নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই উপজেলার খালিয়া এলাকার এক নারীর করোনা শনাক্ত হয়েছে। ফলে
সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মোতাবেক মাদারীপুরে করোনা ভাইরাস শনাক্ত সংখ্যা ২৮।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। সিভিল সার্জন আরও জানান, মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত নন।
এদিকে আইইডিসিআর এর ওয়েবসাইটে মাদারীপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা একদিন আগে (২৪-০৪-২০২০) থেকেই ২৮ প্রদর্শন করার বিষয়ে সিভিল সার্জনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা আইইডিসিআর এর সাথে যোগাযোগ করেছি, তারা এখনও আমাদের এ বিষয়ে তথ্য প্রদান করেননি।
বিডি প্রতিদিন/হিমেল