শরীয়তপুরের নড়িয়া উপজেলার আরও ৪ জন ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো ২ জন এবং জাজিরা উপজেলার ১ জনসহ মোট সাত জনের পরীক্ষার করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চারজন নারী এবং তিনজন পুরুষ। ১৭ থেকে ২৫ বছর বয়সের ৫ জন এবং ৩৫ থেকে ৪৫ বছর বয়সের ২ জন। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন।
শনিবার রাত সাড়ে ১১টায় জেলা স্বাস্থ্য বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
জেলা করোনা কন্ট্রোল রুম ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আবদুর রশিদ জানান, নতুন করে আক্রান্ত ৭ জন। আক্রান্ত রোগীর সংখ্যা ২০ জন। এছাড়া প্রথম দিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এক বৃদ্ধ।
বিডি প্রতিদিন/এ মজুমদার