বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা কারোনাভাইরাসের কারণে একের পর এক বন্ধ হচ্ছে কোম্পানি, প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে প্রায় চার মাসেও বিজ্ঞানীরা কোন সু-খবর দিতে পারেননি। সঠিক ঔষধ আবিষ্কার না হওয়ার আগ পর্যন্ত এ থেকে বিশ্ব রেহাই পাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিজ্ঞানীরা।
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম দফায় করোনাভাইরাস টিকার পরীক্ষা চালিয়েছে ব্রিটেন। এর আগে অবশ্য জার্মানি কোভিড-১৯ এর ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছিলো। তবে এসব ভ্যাকসিনের ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ৮০ শতাংশ।
এদিকে, করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রার্দুভাবের ফলে প্রথমবারের মত বন্ধ হলো ব্রিটেনের রাজ পরিবারের জন্য জুতা নির্মাতা প্রতিষ্ঠান ট্রিকার্স। ১৮২৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি করোনার কারণে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। গত মাসে লন্ডনে দোকান বন্ধ করা হয় নর্দাম্পটনভিত্তিক কোম্পানিটির।
ট্রিকার্সের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ম্যাসন বলেন, এটা একটা অন্যরকম পরিস্থিতি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ