গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন করে ১ জন আক্রান্ত হয়েছে।
রবিবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৪ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশী ১১৩ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন।
জানা গেছে, জেলার শ্রীপুরে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩০ জন এবং শ্রীপুর উপজেলায় ২২ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২১২৩ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ১১৯ জনের।
শনিবার পর্যন্ত জেলায় করোনা পজিটিভের সংখ্যা ছিল ৩২৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন