প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ২৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছে ৭২ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৭ হাজারের বেশি।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘অর্থনীতি ফের চালু হলে আরও বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে।’ মাস্ক তৈরির একটি কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন, যদিও মাস্ক পরতে অস্বীকৃতি জানান তিনি।
সামাজিক দূরত্ব বজায় না রাখলে এবং বন্ধ অর্থনীতি ফের চালু করলে মৃত্যু আরও বাড়বে কিনা জানতে চাই ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, এরকম সম্ভাবনা রয়েছে।’
মঙ্গলবার আরিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সের হানিওয়েল ফ্যাক্টরি পরিদর্শনে যান ট্রাম্প, যা লকডাউন শুরুর পর তার প্রথম বড় ভ্রমণ।
স্বাস্থ্যকর্মী এবং অন্যদের জন্য মাস্ক তৈরির কাজে নিয়োজিত থাকায় হানিওয়েলের কর্মীদের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আমাদের দেশ ফিরিয়ে আনতে যাচ্ছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ