২৫ মে, ২০২০ ১৪:৫১

ফরিদপুরে স্বামী-স্ত্রীসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্বামী-স্ত্রীসহ আরও ১২ জন করোনায় আক্রান্ত

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় স্বামী-স্ত্রীসহ আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫৭ জন। আজ সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেল। 

ফরিদপুরে নতুন করে যে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে জন ১০ পুরুষ এবং ২ নারী। নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর সদর, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় তিনজন করে, চরভদ্রাসনে ২ জন এবং ভাঙ্গায় ১ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নে ১ জন (৩৩), মাচ্চর ইউনিয়নে ১ জন (১৬) এবং গেরদা ইউনিয়নে ১ জন (৩৫)। 

ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, রবিবার ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফরিদপুরের ১৩০টি এবং গোপালগঞ্জের ৫৫টি। মোট পজেটিভ শনাক্ত হয়েছে ২৪ জন। 
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ফরিদপুর, ভাঙ্গা, বোয়ালমারী ও আলফাডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে যে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। আক্রান্ত সকলের শারীরিক অবস্থা যাচাই করা হচ্ছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

সর্বশেষ খবর