কুড়িগ্রামে নতুন করে সদর যুগ্ম জজ ও নাগেশ্বরী সহকারি পুলিশ সুপার সার্কেল করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫ জনে দাঁড়ালো। আর ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৯জন।
এখনো হোম আইসোলেশন ও হাসপাতালগুলোতে ৪৬ জন চিকিৎসাধীন রয়েছেন। কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত জেলার চর রাজিবপুর উপজেলা ছাড়া বাকী ৮টি উপজেলাতেই করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত রোগী রয়েছে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলায়।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান সকলের উদ্দেশে বলেন, বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে মাস্ক ও সুরক্ষা সামগ্রী পরা, অপরিচিতসহ কাছের লোকজনকে এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।তবে তিনি এখনও অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না বলে দুঃখ প্রকাশ করেন। এগুলো মেনে চললে কোভিড-১৯ থেকে নিরাপদে থাকা যাবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা