৯ জুলাই, ২০২০ ১৩:৪৫

দিনাজপুরে করোনা আক্রান্ত বেড়ে ৮৪৪ জন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে করোনা আক্রান্ত বেড়ে ৮৪৪ জন

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় এক জন মৃতেরসহ ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৪ জন। এর মধ্যে পুরুষ ৬১৪ জন, নারী ১৯৭ জন ও শিশু ৩৩ জন রয়েছে। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৮ জন সুস্থসহ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬৪ জন।

এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে সাতজন, নবাবগঞ্জে তিনজন, কাহারোলে সাতজন, বিরামপুরে দুইজন, বিরলে চারজন, ঘোড়াঘাটে পাঁচজন, চিরিরবন্দরে চারজন, ফুলবাড়ীতে একজন, বীরগঞ্জের মৃত এক স্কুল শিক্ষকসহ তিনজন করোনায় শনাক্ত হয়েছে।

বর্তমানে হোম আইসোলেশনে ৩৪৩ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৭ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেন ১৬ জন।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর