দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় সিনিয়র স্টাফ নার্সসহ ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮০জন। এর মধ্যে পুরুষ ৬৩৮ জন, নারী ২০৭ জন ও ৩৫টি শিশু রয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৪ জন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪৮৮জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, নতুন আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১৮জন, নবাবগঞ্জে তিনজন, বিরামপুরে পাঁচজন, পার্বতীপুরে পাঁচজন, ঘোড়াঘাটে একজন, চিরিরবন্দরে তিনজন, ফুলবাড়ীতে একজন করোনায় শনাক্ত হয়েছে।
বর্তমানে হোম আইসোলেশনে ৩৬০জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৭জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৯জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ১৬জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুর জেলায় ২০৫জন হোম কোয়ারেন্টাইণে গেছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১৪ হাজার ১২৩ জন।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                    .jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                    .jpg) 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        