১১ জুলাই, ২০২০ ১৩:৩১

বাগেরহাটে করোনায় আরও একজনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনায় আরও একজনের মৃত্যু

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শালবাড়ীয়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে ইয়াদ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহের পর গত মঙ্গলবার আইইডিসিআর থেকে জানানো হয় ইয়াদ আলী করোনা পজিটিভ।

এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। করোনা স্বাস্থ্যবিধি মেনে দুপুরে ইয়াদ আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ নিয়ে ফকিরহাট উপজেলায় দুইজনসহ বাগেরহাট জেলায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেলেন।                   

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির ফকিরহাট উপজেলায় নতুন করে ইয়াদ আলী নামে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাগেরহাট জেলায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। 

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর