নোয়াখালীতে করোনাভাইরাসে চাটখিল উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ১৮ জন।
নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫১৪ জন জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৮০ জন।
রবিবার ১২ জুলাই সকাল ১০টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।
নোয়াখালীর করোনা আক্রান্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭৫১ জন, বেগমজঞ্জ- ৬৯৭জন, চাটখিলে-১৪৯ জন, সোনাইমুড়ীতে- ১৩৮ জন, কবিরহাটে-২৭৯ জন, কোম্পানীগঞ্জে-১৫৬ জন, সেনবাগে-১১৫ জন, হাতিয়া-৬৩ জন ও সুবর্ণচরে-১৬৬ জন।
বিডি প্রতিদিন/ফারজানা