বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ রাজ্য ভিক্টোরিয়ায় সোমবার ৬ জনের মৃত্যু হয়েছে এবং একদিনে সংক্রমণ হয়েছে রেকর্ড ৫৩২ জনের। আগের দিন এই সংখ্যা ছিল ৪৫৯ জন।
এ ব্যাপারে রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মৃত এই ছয়জনের মধ্যে পাঁচজন বৃদ্ধাশ্রমের।’ ভিক্টোরিয়ায় আগের দৈনিক রেকর্ড সংক্রমণ ছিল গত সপ্তাহে, ৪৮৪ জন।
গত রবিবার সবচেয়ে মারাত্মক দিন পার করে ভিক্টোরিয়া। মহামারির শুরুর পর প্রথমবার সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় কোভিডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ