একজন ডাক্তার যিনি শুরুর দিকে চীনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছিলেন, বিবিসিকে তিনি বলেছেন তার বিশ্বাস স্থানীয় কর্মকর্তারা প্রাথমিক সংক্রমণের মাত্রা ধামাচাপা দিয়েছিলেন।
উহান শহরে এই রোগের চিকিৎসায় সাহায্য করেছিলেন প্রফেসর কুক ইয়ং ইওয়েন। তিনি বলছেন, শুরুর দিকে এরকম কিছু তথ্য প্রমাণ ধ্বংস করে ফেলা হয়েছে। এছাড়াও এর প্রতিকারের চেষ্টাও ছিলো খুব ধীর।
“আমরা যখন হুয়ানান সুপারমার্কেটে যাই, সেখানে তখন দেখার মতো কিছু ছিলো না। কারণ ইতোমধ্যেই বাজারটি পরিষ্কার করে ফেলা হয়েছে। ফলে আপনি বলতে পারেন যে অপরাধের আলামত ততোক্ষণে নষ্ট করে ফেলা হয়েছে। ফলে ভাইরাসটি কোন উৎস থেকে মানবদেহে এসেছে সেটা আমরা চিহ্নিত করতে পারিনি,” বলেন প্রফেসর ইওয়েন।
“আমার সন্দেহ যে তারা উহানে স্থানীয়ভাবে কিছু ধামাচাপা দিয়েছে। যেসব স্থানীয় কর্মকর্তার এসব তথ্য সরবরাহ করার কথা ছিলো তাদেরকে সেটা খুব দ্রুত করতে অনুমতি দেওয়া হয়নি।”
ডিসেম্বরের শেষের দিকে যে ডাক্তার এই ভাইরাসের ব্যাপারে তার সহকর্মীদের সতর্ক করে দিয়েছিলেন কর্তৃপক্ষ তাকে শাস্তিও দিয়েছে।
করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে শুরুর দিকে চীনের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এজন্যে দেশটির সমালোচনাও হচ্ছে। চীন সব সময়ই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।-বিবিসি বাংলা
বিডি প্রতিদিন/আরাফাত