কুমিল্লায় নতুন করে আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৮০ জনের। এছাড়াও সোমবার আরো তিন জন মারা গেছেন।
কুমিল্লা সিটি করপোরেশনে ৩৮ জনসহ জেলায় এদিন সুস্থ হয়েছে ৫০ জন। সর্বমোট সুস্থ হয়েছে তিন হাজার ২২৪ জন।
সোমবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার শনাক্তদের মধ্যে রয়েছে সিটি করপোরেশনের ২১ জন, সদরের এক জন, চৌদ্দগ্রাম ও বরুড়ার দুই জন করে, মনোহরগঞ্জের পাঁচ জন, বুড়িচংয়ের ১০ জন, নাঙ্গলকোটের ১৯ জন ও চান্দিনার ১২ জন।
এছাড়াও সিটি করপোরেশনে দুই ও চান্দিনায় এক জনসহ মারা গেছেন তিন জন। জেলায় এ পর্যন্ত মারা যান ১৩৮ জন। জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৭৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৪ হাজার ৬২২টি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন