ঈদকে সামনে রেখে পঞ্চগড় জেলায় আইন শৃঙ্খলা রক্ষা, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতামূলক প্রচারণা, যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থাসহ নানামুখী পদক্ষেপ হাতে নিয়ে মাঠে বিশেষ তৎপরতায় নেমেছে পঞ্চগড় জেলা পুলিশ।
মঙ্গলবার থেকে জেলা শহরসহ জেলায় প্রবেশের পথগুলোতে বসানো ১৪টি চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে যারা পঞ্চগড়ে প্রবেশ করছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রয়োজনে যানবাহনে তল্লাশি করছেন পুলিশের সদস্যরা।
এছাড়া জঙ্গি ও নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকা, বাজার এবং মহাসড়কে যাত্রীদের থামিয়ে চেক করা হচ্ছে। এসময় কোভিড-১৯ ভাইরাসঠেকাতে সাধারণ মানুষকে নানা ধরনের সচেতনতা মূলক পরামর্শ দেয়া হচ্ছে।
সরকারি স্বাস্থ্য নীতিমালা মেনে চলার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। গরুর হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিশেষ টহল দিচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা।
পুলিশের বেশ কিছু টিম এ ব্যাপারে সারা জেলায় দিন রাত কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। তিনি আরও বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা জনসাধারণকে মাস্ক পরার পরামর্শসহ আইনগত সচেতনতামূলক পরামর্শ প্রদান করছি। এ ছাড়া জঙ্গি ও নাশকতা ঠেকাতে আমরা সক্রিয় রয়েছি। এ লক্ষ্যে প্রত্যেক থানা পুলিশ কাজ করার পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা দলগত ভাবে কাজ করছে।
বিডি প্রতিদিন/ফারজানা