ঢাকার ফুটবলে এক সময় মাঠ কাঁপিয়েছেন তিনি। মাঠ কাঁপানো সেই সব সাবেক কিংবদন্তি জাতীয় দলের ফুটবলার আবদুল গাফফার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন তিনি। মঙ্গলবার রিপোর্ট পেয়েছেন। যাতে করোনা পজিটিভ এসেছে গাফফারের। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
আবদুল গাফফার সত্তর-আশির দশকে দেশের ফুটবলের তুমুল জনপ্রিয়তার সময়ের অন্যতম বড় তারকা। আবাহনী, মোহামেডান দুই শীর্ষ ক্লাবেই খেলেছেন। ৬ বছরের মধ্যে পাঁচটি লিগ শিরোপা জয়ের কীর্তি তার।
২০১২ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান কৃতি এই ফুটবলার। সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত