শেরপুরে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩০৮ জনের। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফলে এ তথ্য জানা গেছে।
করোনা ফোকালপার্সন ডা. মোবারক হোসেন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় আটজন এবং নকলায় একজন রয়েছেন। মোট ৫৬টি নমুনা পরীক্ষায় ওই নয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭১ জন। মৃত্যু হয়েছে চারজনের।
বর্তমানে ৩৭ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে কেউ সরকারি বা কেউ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত জেলা থেকে করোনার মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ৪২১টি। ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ৩০৯টি। অপেক্ষায় রয়েছে ১১২টি নমুনার ফলাফল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ