দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আরও ৩০০৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩২ হাজার ১৯৪ জনে।
আজ দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ৩৫ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা এখন তিন হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে।