দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৫২জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৩৩জন। তবে গত ২৪ ঘণ্টায় ৩৮জন সুস্থ হয়েছেন। জেলায় মোট সুস্থ হলেন ৯৫৫জন।
আক্রান্ত ৫২ জনের মধ্যে দিনাজপুর সদরে ২৫জন, পার্বতীপুরে ১২জন, বিরামপুরে পাঁচজন, বিরলে চারজন, কাহারোলে একজন, চিরিরবন্দরে দুইজন, ঘোড়াঘাটে একজন, বীরগঞ্জে একজন ও খানসামায় একজন।
বর্তমানে হোম আইসোলেশনে ৫১৪জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮জন। এইসব নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, সোমবার দিবাগত রাতে প্রাপ্ত তথ্যমতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৮৬ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৪৫জনের করোনা পজিটিভ, আর ৪টি ফলোআপ পজিটিভ এবং ঢাকার পিসিআর ল্যাব থেকে ১০০ নমুনা ফলাফলে ৭টি পজিটিভ, এনিয়ে মোট পজিটিভ ৫২টি আর বাকী ২৩০টি নেগেটিভ এসেছে।
অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১০৪৮৬টি আর অদ্যাবধি ফলাফল এসেছে ১০৩৩৮টি নমুনার।
গত ২৪ ঘণ্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১৯৭টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুর জেলায় ২২৬জন হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে।
এদিকে, জেলায় করোনায় আক্রান্ত ১৫৩৩জনের মধ্যে ৯৫৫জন সুস্থ ও ৩৪জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪৪জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ