কুমিল্লায় বুধবার নতুন করে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪০৭ জনের। এ দিন পাঁচজনসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৪৬ জন। কুমিল্লা সিটি করপোরেশনে ৫৭জনসহ জেলায় এদিন সুস্থ হয়েছে ১৮৬ জন। সর্বমোট সুস্থ হয়েছে তিন হাজার ৭৪৯ জন। বুধবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার শনাক্তদের মধ্যে রয়েছে সিটি করপোরেশনের ১৩ জন, লাকসামে ও মনোহরগঞ্জ তিনজন করে, মুরাদনগর, দেবিদ্বারে ও হোমনায় চারজন করে, চৌদ্দগ্রামে ১৪ জন, নাঙ্গলকোট ও চান্দিনায় একজন করে।
এ পর্যন্ত জেলায় ২৫ হাজার ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৪ হাজার ৯৫৮টি। এ দিন কুমিল্লা নগরী, চান্দিনা ও আদর্শ সদরে একজন করে ও দেবিদ্বারে দুইজন করোনায় মারা গেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন