করোনার তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, গত দুই মাসের মধ্যে বুধবার ফ্রান্সে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
দেশটির ন্যাশনাল হেলথ এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ গত ৩০ মে দেশটিতে দৈনন্দিন সংক্রমণের সংখ্যা ছিল ১ হাজার ৮২৮ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ