শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১২ জন।
জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. আ. রশিদ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শরীয়তপুরে ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১৫ জন।
এদিকে, দিনদিন করোনার সংক্রমণ বাড়লেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/এজে