১৪ আগস্ট, ২০২০ ১৭:৩১

জেনে নিন একদিনে কোন বিভাগে কত করোনা রোগী সুস্থ

অনলাইন ডেস্ক

জেনে নিন একদিনে কোন বিভাগে কত করোনা রোগী সুস্থ

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯১ জনে। এছাড়াও একই সময়ে ২৭৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হলো।

শুক্রবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৭৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৬২৩ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। একই সময়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠা ১ হাজার ৭৫২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৩০ জন, চট্টগ্রামে ২৮০, রংপুরে ১৪০, খুলনায় ১৬৯, বরিশালে ৬৪, রাজশাহীতে ২৯১, সিলেটে ৩৬ এবং ময়মনসিংহ বিভাগে ৪২ জন সুস্থ হয়েছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর