১৫ আগস্ট, ২০২০ ১৬:২৭

দিনাজপুরে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৪০৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় ২৯ জন সুস্থসহ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬৬১ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ৪৪ জন।

বর্তমানে দিনাজপুরে ৬১৬ জন হোম আইসোলেশনে, ১৭ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি ৬৮ জন রয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্যে জেলায় নতুন আক্রান্ত ৪৭ জনের মধ্যে দিনাজপুর সদরে ২৯ জন, বিরলে চারজন, বোচাগঞ্জে ছয়জন, চিরিরবন্দরে দুইজন, ফুলবাড়ীতে একজন ও পার্বতীপুরে পাচ জন করোনায় আক্রান্ত হয়েছে।

তিনি আরও জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ৫৬৬ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৪৭ জনের করোনা পজিটিভ, আর বাকী ৫১৯টি নেগেটিভ এসেছে। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১৩৬৬৪টি আর অদ্যাবধি ফলাফল এসেছে ১৩২১২টি নমুনার।

গত ২৪ ঘণ্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ৪৭২জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১৭৯জন হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর