করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। আগামী সোমবার থেকে দেশটিতে লকডাউন শিথিল কার্যকর হবে। করোনা সংক্রমণের সংখ্যা চূড়ায় পৌঁছে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, লকডাউন শিথিল দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে আবার সচল করতে সহায়তা করবে।
জানা গেছে, লকডাউন শিথিলের কারণে দক্ষিণ আফ্রিকায় অভ্যন্তরীণ যাতায়াতের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটি উঠে যাবে। এছাড়া দেশটিতে সকল ব্যবসা খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি করোনার সংক্রমণ ঠেকাতে অ্যালকোহল এবং সিগারেট বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা দক্ষিণ আফ্রিকা সরকার আরোপ করেছিল সেটিও তুলে নেয়া হবে ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ