চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক, নার্সসহ গত ২৪ ঘন্টায় আরও নতুন করে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ৫৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭২ জন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, শিবগঞ্জ উপজেলায় ৪ জন ও ভোলাহাট উপজেলায় ১ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৬৬ জনের নমুনার প্রতিবেদনের মধ্যে ১৯ জনের দেহে করোনা পজেটিভ প্রতিবেদন আসে। শনাক্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। এছাড়া এ দপ্তরের গাড়ি চালকও রয়েছেন। তারা হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে এবং এ পর্যন্ত করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার