ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রউফ (৭৩) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। রবিবার সকালে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা বলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের নামাজের জানাযা আজ রবিবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হওয়ার পর দেহট্র গ্রামে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।
অন্যদিকে, শনিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মুনিরুজ্জান (৩৩) মারা গেছেন। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন
বিডি প্রতিদিন/আল আমীন