বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৮ জন। বগুড়া সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
এদের মধ্যকার একজন বগুড়া শ্রম ও কর্মসংস্থান অফিসের কর্মচারী (সাঁটলিপিকার) আব্দুল মান্নান (৪৫) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১১ আগষ্ট ওই হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। মৃত অপর ২ জন হলেন, শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা আব্দুস সামাদ (৭০) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের শামছুদ্দিন (৫৫) । তারা দুইজনই শনিবার বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এনিয়ে জেলায় সরকারী হিসেবে মৃত্যুর সংখ্যা ১৩১জন।
এ ছাড়া রবিবার রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন শিউলি ইসলাম (৪৮) নামে এক মহিলা মারা গেছেন । তিনি বগুড়া সদরের মধ্য কাটনারপাড়ার বাসিন্দা। তার স্বামী নজরুল ইসলাম একজন ব্যবসায়ী। গত ৫ আগস্ট নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হন। শারিরীক অবস্থার অবনতি হলে গত ১৩ আগস্ট তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া শাখার সমন্বয়কারী মিজানুর রহমান সেব জানান, আমাদের একটি স্বেচ্ছাসেবী টিম স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহকে জীবানুমুক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে।
রবিবার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ফারজানুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ৩১৫টি নমুনা বগুড়ার দু'টি পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন ৬৮ জন নতুন করোনা সনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২ জন সারিয়াকান্দি, ২জন সোনাতলা, ২জন আদমদিঘী,কাহালু ২ জন,শেরপুর ৭ জন, ধুনট ৩ জন, গাবতলী ২ জন, শাজাহানপুর ৫ জন ও বগুড়া সদর উপজেলার বাসিন্দা ৪৩ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার