গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও এক হাজার ৩১৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৩১৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৩ জন, চট্টগ্রামে ১৭২, রংপুরে ৯৬, খুলনায় ১৯৭, বরিশালে ৩৬, রাজশাহীতে ১৯৮, সিলেটে ৪০ জন এবং ময়মনসিংহে ২৩ জন।
আজ পর্যন্ত দেশে মোট দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন