কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। তাদের একজন পুরুষ এবং একজন নারী। রবিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের কোরবান আলীর ছেলে মোশাররফ হোসেন (৬০) ও কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার খোকন মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৫৬)।
উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৫৩ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার