করোনা আক্রান্ত হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রধান সহকারী আবু সালেহ মো. শামছুজ্জামানের (৫৮) মৃত্যু হয়েছে। রবিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং অষ্টম শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়ে সন্তানকে রেখে গেছেন।
কলেজের হিসাবে সহকারী মো. জহিরুল হক খাঁন জানান, অসুস্থতা বোধ করায় তিনি ঈদুল আযহার ছুটির পর অফিস করেন নি। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টেস্টের পর জানা যায় তিনি করোনা আক্রান্ত।
শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, জামান সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানসহ কলেজের শিক্ষক কর্মচারীরা। তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার