করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর সুস্থ হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো। সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর স্ত্রী।
৩৮ বছর বয়সী মিশেল ইনস্টাগ্রাম পোস্টে জানান, ‘পরীক্ষার ফলাফল নেগেটিভ। প্রার্থনা ও সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’
করোনা পরীক্ষার রিপোর্টের ছবিও পোস্ট করেছেন তিনি, যেখানে লেখা ‘ধরা পড়েনি।’
গত ৭ জুলাই বোলসোনারোও করোনায় আক্রান্ত হন। হালকা উপসর্গ নিয়ে ওই মাসের শেষ দিকে সুস্থ হন তিনি।
ব্রাজিলে এ পর্যন্ত ৩৩ লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন এক লাখ ৭ হাজারের বেশি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ