দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও করোনায় মারা গেছে আরও ৩৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬০ হাজার ৫৯১ জনে। করোনার নমুনা শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা এক হাজার ৬৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৭ জন, চট্টগ্রামে ২১২, রংপুরে ২১২, খুলনায় ২৬৩, বরিশালে ১০৬, রাজশাহীতে ২১৮, সিলেটে ৫৮ এবং ময়মনসিংহে ১৫ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি পরীক্ষাগারে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় আরও ২ হাজার ৫৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। এছাড়াও একই সময়ে করোনায় প্রাণ গেছে আরও ৩৭ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৯৪ জনে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন