চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে (গত ২৪ ঘণ্টায়) দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সঙ্গে নতুন করে আরো ৭৪ জন আক্রান্ত হন।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এ তথ্য প্রকাশ করে। এর আগে, গত সোম ও মঙ্গলবার দুইদিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী মারা যায়নি।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুনভাবে ৭৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে নগরের ৬৬ জন এবং ১৫ উপজেলায় ৮ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৬২ জন। এর মধ্যে মহানগরে ১১ হাজার ৯১২ জন এবং ১৫ উপজেলায় চার হাজার ৮৫০ জন। চট্টগ্রামে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৭ জন। এর মধ্যে মহানগরে ১৮৬ জন এবং উপজেলায় ৮১ জন। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামের ছয়টি ল্যাবে ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬৬ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৮ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭৬২ জন।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন