কুমিল্লায় নতুন করে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৭০৮ জনের। গত ২৪ ঘণ্টায় সিটি করপোরেশন এলাকার দুইজন বাসিন্দা মারা গেছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭২ জনের। কুমিল্লা সিটি করপোরেশনে ২৩ জনসহ একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৭৪ জন।
বৃহস্পতিবার কুমিল্লা সিভিল র্সাজন কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা যায়।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৮ জন, চৌদ্দগ্রাম, বুড়িচং, মনোহরগঞ্জ, আদর্শ সদর, দেবিদ্বার ও সদর দক্ষিণের একজন করে, তিতাস, বরুড়া ও নাঙ্গলকোটের দুই জন করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন