লাতিন আমেরিকায় কোভিড-১৯ আক্রান্ত হিসেবে ৭০ লাখ ২০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। অঞ্চলটিতে করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে ব্রাজিলে; ৩৭ লাখ ৬১ হাজার ৩৯১ জন।
বিশ্বে শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ রোগী নিয়ে প্রথমে থাকা যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিলের অবস্থান। ব্রাজিলের পর এই তালিকায় রয়েছে যথাক্রমে পেরু, মেক্সিকো, কলম্বিয়া এবং চিলি।
তবে লাতিন অঞ্চলে করোনার সংক্রমণে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে। বুধবার পর্যন্ত সাত দিনে অঞ্চলটির দেশগুলোতে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা ছিল গড়ে প্রায় ৭৭ হাজার ৮০০ জন; যা তার আগের সপ্তাহের প্রায় ৮৫ হাজারের চেয়ে কিছুটা কম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন